বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি করেছে ফুলবাড়িয়া উপজেলা- পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার উপজেলার ভালুকজান বাজার থেকে র্যালিটি শুরু হয়ে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক জননেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার। এসময় উপজেলা, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ওলামাদল, কৃষক দল, সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।